সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন প্রতিহতের ঘোষণা বেআইনি

গাজীপুর প্রতিনিধি

নির্বাচন প্রতিহতের ঘোষণা বেআইনি

গাজীপুরের মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচনি আইন অনুযায়ী নির্বাচন প্রার্থী ও ভোটারদের বাধা দেওয়া বা নির্বাচনি ব্যবস্থায় ব্যাঘাত ঘটানো অপরাধ। যারা নির্বাচনে না এসে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছেন তাদের সেই ঘোষণা আইনের দিক থেকে বেআইনি। তিনি জানান, আজ প্রতীক বরাদ্দের পর নির্বাচনি কার্যক্রম শুরু হবে। নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। কেউ যদি নাশকতা করে মনে করেন তিনি ধরা পড়বেন না, বেঁচে যেতে পারবেন, সেটা এখন আর সম্ভব নয়। নাশকতা করতে চাইলে তারা ধরা পড়ে যাবেন। তিনি গতকাল সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি রাজনীতির নামে সভা-সমাবেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জানিয়ে আরও উল্লেখ করেন, রাজনৈতিক বা অন্যান্য কর্মসূচির ক্ষেত্রে যেগুলো গণতান্ত্রিক অধিকার বা সাংবিধানিক অধিকার, সেগুলো দেশের যে প্রচলিত আইন আছে, সেটা তারা প্রশাসনের অনুমতি সাপেক্ষে করতে পারবেন। সে বিষয়ে আমাদের কোনো নিষেধ নেই। গাজীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে। নির্বাচন নিয়ে কেউ কোনো গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, গুরুত্বও দেবেন না। কেউ যদি গুজব ছড়ায় তাহলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি।’ মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর র?্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন, বিজিবি গাজীপুরের কমান্ডার মো. রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর