মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সম্পদের তথ্য এনবিআর দুদকে পাঠানো উচিত

এম সাখাওয়াত হোসেন

সম্পদের তথ্য এনবিআর দুদকে পাঠানো উচিত

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মন্ত্রী-এমপিদের সম্পদ গত পাঁচ বছরে কীভাবে এতগুণ বেড়েছে এবং কোন জায়গা থেকে এত টাকা এসেছে এ বিষয়গুলো নির্বাচন কমিশন দেখছে। এরপরও নির্বাচন কমিশন যদি এই তথ্যগুলো বিভিন্ন সংস্থার কাছে যেমন- এনবিআর এবং প্রয়োজনবোধে দুদককে পাঠায় তাহলে বিষয়টি বোঝা যাবে। এই টাকা কোথা থেকে এসেছে বা এর আয়ের উৎসই বা কি । নির্বাচন কমিশন যদি চায় তাহলে এগুলো অবশ্যই বিভিন্ন সংস্থার কাছে পাঠাতে পারে । যাতে দায়িত্বশীল সংস্থাগুলো এগুলো যাচাই বাছাই করে এই বিষয়ে বিচার বিবেচনা করতে পারে। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, মন্ত্রীদেরতো কোন ব্যবসা-বাণিজ্য থাকার কথা না। তাহলে এই বিপুল পরিমাণ অর্থ-সম্পদ কিভাবে এসেছে তা প্রশ্ন থেকেই যায়। এই বিষয়গুলো নির্বাচন কমিশন বিস্তারিত দেখতে না পারলেও বাংলাদেশে অনেকগুলো সংস্থা আছে যারা এ বিষয়ে খোজ-খবর করতে পারে। এর মধ্যে একটি এনবিআর, আরেকটি দুদক। এই হলফনামার উদ্দেশ্য ছিল ভোটারদের জানানো। এখন নির্বাচন একটি রাজনৈতিক দলের মধ্যেই হচ্ছে। এজন্য হলফনামার এই তথ্য দেখে ভেটাররা ভোট দেবে বা জানলে ভোটারদের মধ্যে যে কোন রকমের প্রতিক্রিয়া হবে এমনটি মনে করছি না। প্রতিক্রিয়া হয়ত হতো যদি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হতো । এখন ভোট একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে কেন্দ্র করে হচ্ছে, তা বিদ্রোহী হোক বা যেই হোক। এখানে এই তথ্য কতটা প্রভাব রাখছে তা জানা নেই। তবে হলফনামা প্রকাশ হওয়ায় সাধারণ মানুষ মন্ত্রী-এমপিদের সম্পদের তথ্য সম্পর্কে অন্তত জানতে পেরেছেন।

সর্বশেষ খবর