মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটে নেই ১৬ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ ১৬টি নিবন্ধিত রাজনৈতিক দল দ্বাদশ নির্বাচনে অংশ নিচ্ছে না। দেশে মোট ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বাকি ২৮টি দল নির্বাচনে অংশ নিয়েছে।

যে ১৬ দল নির্বাচনে অংশ নিচ্ছে না তাদের মধ্যে রয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। আর গণতন্ত্রী পার্টি নির্বাচনে অংশ নিলেও নিবন্ধন জটিলতায় ভোটে অংশ নিতে পারছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর