শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুজনকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবদুল্লাহ ও নাদির হোসেন নামে দুজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সকালে উখিয়া ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লক ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুই হত্যার ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, গতকাল ভোরে একদল দুষ্কৃতকারী ৪ নম্বর মধুরছরা ক্যাম্পের এফ ব্লকের হেডমাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও গুলি করে।        

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাদির ক্যাম্পের এফ ব্লকের মৃত সৈয়দ আহমেদের ছেলে। অপরদিকে, একই দিন ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭-৮ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে আবদুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। সন্ত্রাসীরা একপর্যায়ে আবদুল্লাহকে রাস্তায় ফেলে গুলি করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আবদুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আবদুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ওসি মো. শামীম হোসেন জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় এপিবিএন পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই দুই হত্যার সঙ্গে জড়িত।

সর্বশেষ খবর