শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে আরও এক যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টা না পেরোতেই আরও এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পে দুষ্কৃতকারীরা মোহাম্মদ আয়ুব নামে এক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে খুন করে পালিয়ে যায়। তাদের হামলায় আরও দুই রোহিঙ্গা আহত হয়েছে। আয়ুব ক্যাম্পের ই ৬ ব্লকের মোহাম্মদ সাদিকের ছেলে। ২৪ ঘণ্টার ব্যবধানে দুষ্কৃতকারীদের হামলায় ক্যাম্পের এক হেডমাঝিসহ তিন রোহিঙ্গা নিহত হলো। এ নিয়ে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ১০-১২ জনের একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ই ব্লকে হামলা চালায়। তারা আয়ুবকে ছুরিকাঘাত ও গুলি করে। ঘটনাস্থলেই আয়ুব মারা যান। এ ঘটনায় আরও দুই রোহিঙ্গা গুরুতর আহত হন। তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের মিডিয়া সেলের প্রধান এএসপি সালাহউদ্দিন কাদের জানান, ঘটনার পরপরই ক্যাম্পে এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর