শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারি দেশে আসলে কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে তা হলো নির্বাচনের নামে তামাশা। নির্বাচনের নামে জনগণকে ভেলকিবাজি দেওয়া হচ্ছে। নির্বাচনের নামে এ ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে এ সরকার। দেশের মানুষ এমন প্রতারণা, প্রহসনের নির্বাচন চায় না। দেশবাসীকে ভোট কেন্দ্রে না গিয়ে, বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। গতকাল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরনো ১৫ নম্বর এলাকায় আনাম র‌্যাংগস্ প্লাজা শপিং মলের বিপরীতে কাঁচাবাজার ও আশপাশে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি তারেক উজ-জামান তারেক, যুগ্মসম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে সরকার। কিন্তু আপনাদের শেষরক্ষা হবে না। ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।

 

সর্বশেষ খবর