রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস লিখেছে নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে। ওয়ানডের পর টি-২০ ম্যাচও জিতেছে নেপিয়ারে। এখন খেলছে পরিচিত মাউন্ট মঙ্গানুইয়ে। ২৪ মাস আগে ২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। এই টেস্ট জয়টাই ছিল নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম জয়। এবার ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলছে নাজমুল বাহিনী। যদিও ওয়ানডে সিরিজ হেরেছেন নাজমুলরা। তবে নেপিয়ারের শেষ ওয়ানডে জিতে রেকর্ড গড়েছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে টি-২০ সিরিজ খেলতে নামে। নেপিয়ারে প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে জয় তুলে এগিয়ে যায় সিরিজে। নেপিয়ারের ৫ উইকেটের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামে টাইগাররা। কিন্তু বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ। ভেসে যাওয়ার আগে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান করেছিল। ওই ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় খেলা হয়নি লিটনের। তার জায়গায় একাদশে সুযোগ পান শামীম হোসেন পাটোয়ারী। আজ লিটন খেলবেন। ফলে শামীমকে পুনরায় সাজঘরে ফিরে যেতে হতে পারে। বাংলাদেশ এবার নিউজিল্যান্ড সফর করে অন্যরকম স্বপ্ন নিয়ে। নিয়মিত অধিনায়ক সকিব আল হাসানের পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল শান্ত। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। ওয়ানডে সিরিজে হেরেছে ১-১ ব্যবধানে। টি-২০ সিরিজে নাজমুল বাহিনী ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। নেপিয়ারে ৫ উইকেটে জয়ের পর মাউন্ট মঙ্গানুইয়ের দ্বিতীয়টি ভেসে গেছে বৃষ্টিতে। ফলে আজ সকালে বাংলাদেশ জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে দেশটির মাটিতে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জিতবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। ২০২১ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছিল টাইগাররা।               

সর্বশেষ খবর