বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গাইবান্ধা-৫ আসনের চার কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসহাক আলীসহ চার কর্মকর্তাকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অন্য তিন কর্মকর্তা হলেন- সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদেকুজ্জামান, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবীব এবং সাঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসাইন।

এ বিষয়ে জানতে চাইলে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, আদালত এই চার কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এর আগে ওই আসনে নির্বাচনের দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী। ফারজানা বুবলী সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বাী মিয়ার মেয়ে। গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

 

সর্বশেষ খবর