শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
কাজী ফিরোজ রশীদ

রাজনীতি আমার পেশা নয়, স্বাভাবিকভাবে নিয়েছি অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি আমার পেশা নয়, স্বাভাবিকভাবে নিয়েছি অব্যাহতি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, পার্টি থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টি তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। অব্যাহতিতে তিনি মোটেও আশ্চর্য হননি। তিনি বলেন, রাজনীতি তার পেশা নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিন-এর কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পার্টির কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে জাতীয় পার্টির সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ তুলে জাতীয় পার্টির পরাজিত প্রার্থীরা বুধবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান। ভোটে ভরাডুবির জন্য দলীয় চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়ী করে তাঁদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ প্রদর্শনকারীদের মধ্যে ছিলেন- পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, এমরান হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান শাহজাহান সরদার, জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহাজাদা, বেলাল হোসেন, আবদুল হামিদ ভাসানী, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, সাইফুল ইসলাম, সৈয়দ ইফতেখার আহসান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম যুববিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দেওয়ান, আবদুস সোবাহান, সুজন দে, আলমগীর হোসেন। তারা নির্বাচনে নানা অনিয়ম অভিযোগ এনে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। যার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর