শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

১০০ শতকের রেকর্ড ভাঙবেন কোহলি

১০০ শতকের রেকর্ড ভাঙবেন কোহলি

দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। রান করছেন। সেঞ্চুরি করছেন। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরির বিরল রেকর্ড গড়েছেন। ভেঙেছেন ক্রিকেট লেজেন্ড শচিন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড। এখন কোহলিকে হাতছানি দিচ্ছেন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১০০ সেঞ্চুরির রেকর্ড। কোহলির সেঞ্চুরি এখন ৮০টি। আর ২১টি সেঞ্চুরি করলেই টেন্ডুলকারকে টপকে যাবেন কোহলি। যদিও কোহলির বয়স ৩৫। তারপরও ফিটনেস তাকে স্বপ্ন দেখাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের দুবারের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ক্লাইভ লয়েড বিশ্বাস করেন, টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি। গতকাল কলকাতার একটি অনুষ্ঠানে তার বিশ্বাসের কথা বলেন, ‘জানি না কত দিন লাগবে রেকর্ড ভাঙতে। তবে কোহলি যথেষ্ট তরুণ। আমি নিশ্চিত, সে যেভাবে খেলছে, তাতে যে কোনো কিছু সে অর্জন করতে পারে। এটি করতে পারলে অনেক খুশি হওয়ার মতো কিছু হবে।’ টেন্ডুলকার ১০০ সেঞ্চুরি করেছেন ৬৪৪ ম্যাচে। কোহলি ৮০ সেঞ্চুরি করেছেন ৫২০ ম্যাচে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর