শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নির্বাচনি সহিংসতা

কুষ্টিয়ায় মাইকে ঘোষণা দিয়ে নৌকা সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাইকে ঘোষণা দিয়ে নৌকা সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর

কুষ্টিয়ায় হামলা ও সংঘর্ষে ক্ষতবিক্ষত একটি বাড়ি -বাংলাদেশ প্রতিদিন

কুষ্টিয়ার খোকসায় মাইকে আহ্বান জানিয়ে নৌকার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চারজন। হামলার সময় পাঁচটি বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। এ ছাড়া বিক্ষিপ্তভাবে কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায়ও নৌকার সমর্থকদের ওপরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী ও রাধানগর গ্রামে মসজিদের মাইকে ডেকে এলাকাবাসীকে জড়ো করে এ হামলা চালানো হয়। স্থানীয়রা জানান, রাতে বিজয়ী ট্রাক প্রতীকের সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এরপর তারাই আক্রমণ হয়েছে বলে মসজিদের মাইক থেকে প্রতিহত করার জন্য আহ্বান জানান। হামলার সময় ট্রাক প্রতীকের সমর্থকরা উথলী গ্রামের নৌকার সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাকের বাড়িসহ নৌকার অন্য সমর্থক সাবেক ইউপি সদস্য বদিয়ার রহমান, মোস্তফা, সালাম ও কুতুবের বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ চালায়। জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রাজ্জাক জানান, মাইকে ঘোষণা দিয়ে ট্রাকের সমর্থকরা হামলা করেছে। তিনি এ সময় বাড়ি ছিলেন না। এ হামলার পর থেকে তিনি ও তার লোকেরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, নির্বাচনে জয়লাভ করার পর থেকেই নবনির্বাচিত এমপি আবদুর রউফের লোকজন নৌকার সমর্থকদের ওপরে হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটিয়ে চলেছে। এ ব্যাপারে পুলিশের সহযোগিতা চাওয়া হলেও তারা কর্ণপাত করছে না। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন নুর জায়েদ জানান, রাধানগর ও উথলী গ্রামে পরপর কয়েকটি হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর