শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অচিরেই এ সরকার চোরাবালিতে হারিয়ে যাবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার শপথ নেওয়া সরকার সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল বলেছেন, অচিরেই এ সরকার চোরাবালিতে হারিয়ে যাবে। রিজভী তাঁর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, সরকারকে জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। এর সঙ্গে জড়িত ব্যক্তি, ফলাফল, শপথ, সংসদ, সরকার সবকিছুই প্রত্যাখ্যাত। রিজভী বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গতকাল (১১ জানুয়ারি) ওয়ান ইলেভেনের দিনে আরেকটি কৃষ্ণতম মেকি সরকারের যাত্রা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনটি ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ডামি নির্বাচন বর্জনের পক্ষে সুস্পষ্ট গণরায়। এ ডামি সরকার ওয়ান ইলেভেনের ধারাবাহিকতা মাত্র। তিনি বলেন, এ প্রতারণার ডামি নির্বাচনকে কেউ স্বীকৃতি দেয়নি। অচিরেই এ সরকার চোরাবালিতে হারিয়ে যাবে। কারণ এরা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নিপীড়নের সব রেকর্ড ভেঙে বিশ্বমানবতার শত্রু হিসেবে বিবেচিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক, আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর