বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
দলীয় যৌথসভায় কাদের

দেশে ভালো নির্বাচনের প্রক্রিয়া শেখ হাসিনা চালু করেছেন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন পাতানো ছিল না। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। এ দেশে ভালো নির্বাচনের প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন।

গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নামিদামি অনেক দেশ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। এমনকি নির্বাচনের পর অনেক দেশ অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই নির্বাচনে আমরা দেখলাম সরকারি দলের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল ও কয়েকজনকে শোকজ করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা নতুন দৃষ্টান্ত রেখে গেছেন। এই দেশে সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার অধীনেই সম্ভব। বহু দেশ নির্বাচিত সরকারের প্রশংসা করছে। শুধু বাংলাদেশের একটি দল ছাড়া। তিনি বলেন, নির্বাচনে এলে হেরে যাবে এ কারণে বিএনপি নির্বাচনে আসেনি। এ নির্বাচনকে যারা বয়কট করেছে তারা ভিন্ন কথা বলেছে। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আবু আহমেদ মন্নাফী, হুমায়ুন কবির, শেখ বজলু রহমান, এস এম মান্নান কচি, ঢাকা জেলা আওয়ামী লীগের বেনজির আহমেদ, পনিরুজ্জামান তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বশেষ খবর