শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জ্বালানি খাত নিয়ে একটি নীতিমালা প্রয়োজন

-- শামস মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি খাত নিয়ে একটি নীতিমালা প্রয়োজন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ বলেছেন, জ্বালানি সংকট সরকার কাটাতে পারছে না। এখন শুনছি দাম বাড়াবে। এভাবে পরিকল্পনাহীনভাবে জ্বালানি নিয়ে পদক্ষেপে পুরো আর্থিক খাত সমস্যায় পড়ছে। এতদিনেও জ্বালানি খাত নিয়ে সরকার কোনো নীতিমালা করতে পারেনি। এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে শামস মাহমুদ বলেন, মূল্যস্ফীতির ক্ষেত্রে বড় ধরনের সংকটে আমরা রয়েছি। উৎপাদন ব্যবস্থায় ঘাটতি রেখে মূল্যস্ফীতি কমানো যাবে না। সরকারের এখন আর্থিক খাতগুলোতে সতর্কতার সঙ্গে নজর দিতে হবে। বৃহৎ প্রকল্পগুলোতে যেভাবে তহবিল যাচ্ছে সেটার দিকে নজর দিতে হবে। কারণ বড় আকারের অনিয়ম হচ্ছে এ খাতে। হাজার কোটি টাকার প্রকল্প বছর পরে দ্বিগুণ খরচ বাড়ানো হয়। এটা হলে অন্যান্য খাতে তার প্রভাব পড়ে। তিনি আরও বলেন, অর্থের জোগান, সহজে অর্থায়নের সুযোগসহ সবকিছুই নিয়ন্ত্রণ করছে অল্প কিছু লোক। রাজনৈতিক বিবেচনায় কোনো কোনো ব্যবসায়িক গ্রুপের ঋণ পুনঃতফসিল করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ডলার সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংক নিত্যপ্রয়োজনীয় নয় এমন পণ্য আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে ব্যবসাবাণিজ্যের স্বাভাবিক গতি ব্যাহত হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেভাবে কর আদায়ের পরিকল্পনা করছে, তা বেসরকারি খাতের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশে কোনো কারণে অস্থিরতা দেখা দিলে অর্থ পাচার বেড়ে যাবে। তখন তা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।

সর্বশেষ খবর