শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এক পরিবারের সবাইকে পুড়িয়ে হত্যার চেষ্টা

পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহারে এক পরিবারের পাঁচজনকে বাড়িতে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারা হলেন মো. রুবেল (২১) ও মো. রানা মাহমুদ (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আশুলিয়া এবং দোহার এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১০-এর একটি            দল। গ্রেফতার রুবেলের দেওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ফরিদ উদ্দীন বলেন, রুবেল পেশায় একজন টিনের মিস্ত্রি। ভিকটিম জুলহাস তাকে ছোট বেলা থেকে নানাভাবে সহযোগিতা করে আসছিলেন। তার বাড়িতেই তিনি আশ্রয় দিয়েছিলেন। তবে কয়েকমাস ধরে রুবেলের আচার-আচরণ পাল্টে যাচ্ছিল। এ কারণে ১৪-১৫ দিন আগে জুলহাস রুবেলকে বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছিলেন। এ নিয়ে উভয়ের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে জুলহাসকে দেখে নেওয়ার হুমকিও দেন রুবেল। এরই জেরে ১৬ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে ধীৎপুর এলাকার বাড়িতে জুলহাস ও তার পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় রুবেল তার সহযোগী রানাসহ অন্যরা পরিকল্পিতভাবে বাড়ির বাইরে তালা মেরে দেন। তার পর বাড়ির চতুর্দিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ অবস্থায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ছিল। তবে ভাগ্যক্রমে জুলহাসদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন এবং বাথরুমের দেয়াল ভেঙে তাদের প্রাণে রক্ষা করেন। জুলহাসের পরিবারের পাঁচজন সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। র‌্যাব জানায়, ওই ঘটনায় গত মঙ্গলবার ভিকটিম জুলহাস উদ্দিনের ছোটভাই মুক্তার হোসেন ওরফে মুকাত (৩৮) বাদী হয়ে ঢাকার দোহার থানায় মামলা করেন। প্রাথমিক তদন্ত শেষে রুবেলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়েছে র‌্যাব।

সর্বশেষ খবর