বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সন্ত্রাসীর জায়গা নেই রাজনীতিতে

আ আ ম স আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীর জায়গা নেই রাজনীতিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, রাজনীতির মাঠে দলের কর্মসূচি থাকবে এটাই স্বাভাবিক। একই দিনে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচি থাকবে এটি স্বাভাবিক ঘটনা। কিন্তু সংঘাত তৈরি হবে কেন? রাজনৈতিক দলে সন্ত্রাসী আছে নাকি! রাজনৈতিক দলগুলোতে সন্ত্রাসী থাকার কথা নয়। আর রাজনীতির মাঠে সন্ত্রাসীদের জায়গা নেই। কোনো রাজনৈতিক দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আরেফিন সিদ্দিক বলেন, রাজনীতিতে সংঘাতের জায়গা নেই। রাজনীতি বাদ দিয়ে যদি কোনো দল অপরাজনীতি করে তখনই সংঘাতের আশঙ্কা তৈরি হয়। আমি আশা করব রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে রাজনীতি নিয়ে মাঠে থাকবে। দলগুলোর মধ্যে মতাদর্শ নিয়ে পার্থক্য থাকতে পারে কিন্তু কোনোভাবেই যেন সংঘর্ষে লিপ্ত না হয় সেদিকে দলের নেতা-কর্মীদের খেয়াল রাখতে হবে। আর সাধারণ মানুষ দলগুলোর কাছ থেকে সেটাই প্রত্যাশা করে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হবে দুই দলকে শান্তিশৃঙ্খলাভাবে কর্মসূচি পালন করতে দেওয়া। কোনোভাবেই কোনো দল যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখা। আর কোনো দল সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলে তাকে আইনের আওতায় নিয়ে আসা।

সর্বশেষ খবর