বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আগামী অধিবেশনে শ্রম আইন সংশোধন বিল

নিজস্ব প্রতিবেদক

আগামী অধিবেশনে শ্রম আইন সংশোধন বিল

শ্রম আইন সংশোধন বিল আগামী অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল আইন মন্ত্রণালয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, আইএলও-এর (আন্তর্জাতিক শ্রম সংস্থা) গভর্নিং বোর্ডির মিটিং আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। দেশে শ্রম অধিকার ও শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়নে যেসব অগ্রগতি হয়েছে এবং শ্রম আইন সংশোধনের ব্যাপারে যেসব কাজ করা হয়েছে তা পর্যালোচনার জন্য (গতকাল) মিটিং ছিল। মিটিংয়ের বিষয়বস্তু নিয়ে আমি প্রধানমন্ত্রীকে ব্রিফ করব। এরপরই এ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারব।

 

সর্বশেষ খবর