বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দেশে গণতন্ত্র না থাকায় বৈষম্য বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

দেশে গণতন্ত্র না থাকায় বৈষম্য বাড়ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা গণতন্ত্রহীন অবস্থায় জীবনযাপন করছি। দেশে গণতন্ত্র না থাকায় ধনী-গরিবের বৈষম্য ক্রমশ বাড়ছে। তিনি বলেন, ‘সবার উন্নয়ন করার কথা চিন্তা করলে গণতন্ত্র ছাড়া কোনো পথ নেই। আর প্রকৃত গণতন্ত্র নেই বলেই আজকে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত। গতকাল সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর