বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মহালছড়িতে হামলায় দুই ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ির চব্বিশ মাইল এলাকায় দুরছড়ি নামক গ্রামে গতকাল ভোরে প্রতিপক্ষের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের দুজন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। রহিন্তু চাকমা নামে একজন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিহত ও নিখোঁজের বিষয়টি জানান। ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, প্রতিপক্ষ ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

গতকাল ভোর সাড়ে ৬টার দিকে রাঙামাটির নানিয়ারচর ও খাগড়াছড়ির মহলছড়ির সীমান্তবর্তী এলাকার দুরছড়িপাড়ায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় পর ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অবস্থান নিয়েছে যৌথবাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুরছড়ি গ্রামে আধিপত্য বিস্তার করতে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রুপ গণতান্ত্রিক ফ্রন্ট ইউপিডিএফ ও মূল ইউপিডিএফ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। এ সময় রবি চাকমা ও শান্ত চাকমা (বিমল) প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত হন। খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, দুজন নিহতের কথা আমরা শুনেছি। মহালছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

সর্বশেষ খবর