বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে ২ কোটি রুপির স্বর্ণ উদ্ধার একজন গ্রেফতার

কলকাতা প্রতিনিধি

আবারও ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে বিএসএফ। মঙ্গলবার বাহিনীর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্ত চৌকি বিজয়পুরে অভিযান চালিয়ে ১৯টি সোনার বার জব্দ করে। এ সময় পাচারকারী সন্দেহে মিঠুন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার এবং জব্দ করা হয় ৩.৫৬ কেজি ওজনের সোনা। যার আনুমানিক মূল্য ২ কাটি ১৯ লাখ ৬১ হাজার রুপি। গ্রেফতার মিঠুন বিশ্বাসের বাড়ি নদীয়া জেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা। বিএসএফের বিবৃতিতে জনানো হয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের এক কিলোমিটার পেছনে ওত পেতে থাকেন। দুপুর অনুমান ১২টার দিকে বিএসএফ জওয়ানরা একটি সাইকেলে একজন সন্দেহভাজনকে আসতে দেখেন। এর পর তাদের নাগালের মধ্যে আসতেই জওয়ানরা তাকে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বাঁধা একটি কাপড়ের বেল্ট থেকে ১৯টি সোনার ছোট এবং একটি বড় বার উদ্ধার করা হয়। এর পরে জওয়ানরা অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে সোনা বাজেয়াপ্ত করে।

গ্রেফতার চোরা কারবারি জিজ্ঞাসাবাদে জানায়, সে কয়েক দিন ধরে সোনা চোরাচালানে জড়িত রয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের নাস্তিপুর গ্রামের শিন্তো মণ্ডলের কাছ থেকে তিনি এসব জিনিস নিয়েছিলেন। আর তাকে এ সোনা গ্রামের অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু তার আগেই পথে তাকে সোনাসহ ধরে ফেলে বিএসএফ।

 

সর্বশেষ খবর