বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বিএসএফের গুলিতে নিহত

ভারত থেকে বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

যশোর ও বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টার দিকে শার্শা উপজেলার শিকারপুর সীমান্তে বিএসএফ সদস্যরা বিজিবির কাছে লাশ হস্তান্তর করে। এ সময় সেখানে বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রইশুদ্দীনের নামাজে জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে।

বিজিবি সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ গ্রহণের পর প্রথমে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতাল মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ যশোর শহরের ঝুমঝুমপুরে বিজিবির ৪৯ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নেওয়া হয়। সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিলসহ পদস্থ কর্মকর্তারা অংশ নেন। পরে বেলা তিনটার দিকে লাশ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়ার উদ্দেশে পাঠানো হয়।

গত সোমবার ভোরে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বিজিবি সদস্য রইশুদ্দীন। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করা হয়েছে। পাশাপাশি কূটনৈতিকভাবে প্রতিবাদলিপিও পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শার্শা উপজেলার ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় ভারত থেকে একদল চোরাকারবারি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ভারতের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের ধাওয়া করার সময় ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে জানা যায় যে, বিএসএফের গুলিতে আহত হয়ে তিনি ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা জানার পরপরই বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় এবং জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ খবর