শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে মানুষের নিরাপত্তা নেই

নিজস্ব প্রতিবেদক

সীমান্তে মানুষের নিরাপত্তা নেই

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মিয়ানমার সীমান্তে বাংলাদেশের মানুষ কেউ নিরাপদ নন।

জীবন যাচ্ছে মর্টারের শেলে। তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি আরও বলেন, কোনো সীমান্তেই মানুষের নিরাপত্তা নেই। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে কথা বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, সীমান্ত এলাকায় বাংলাদেশের মানুষের জীবন ও ভূমি এখন অরক্ষিত। বাংলাদেশ সরকার নীরব রয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের সীমান্ত এলাকা ছিল সুরক্ষিত এবং জনগণ ছিল নিরাপদ।

সর্বশেষ খবর