শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫৪৯ জন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন প্রার্থী। এবার দলটি ৪৮টি আসনে মনোনয়ন দেবে। প্রতি আসনে গড়ে লড়ছেন ৩২ জনের বেশি (৩২.২৭ জন)। প্রতিটি ফরম বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। এ থেকে দলটির মোট আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার প্রথম দিনে দলটি ৮১০টি ফরম বিক্রি করে। বুধবার দ্বিতীয় দিনে বিক্রি হয়েছে ৫২২টি ফরম। গতকাল শেষ দিনে বিক্রি হয়েছে ২১৭টি মনোনয়ন ফরম। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদের ৪৮টি সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫৪৯টি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংরক্ষিত আসনে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তাদেরই মূল্যায়ন করা হবে যারা ত্যাগী-যোগ্য এবং দলের জন্য কাজ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন ৩ হাজার ৩৬২ জন। অর্থাৎ প্রতি আসনে গড়ে ফরম তুলেছিলেন ১১ জন। নারী আসনের এমপিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এমপিদের ভোটে নির্বাচিত হন। রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। গতকাল শেষ হয়েছে। ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেত্রীসহ অন্যান্য সংগঠনের পদধারীরা রয়েছেন। এই তালিকায় মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, এনজিও কর্মকর্তা, হিজড়াসহ বিভিন্ন পেশার নারীরা আছেন।

সর্বশেষ খবর