শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
রুদ্ধশ্বাস নাটকীয়তার ফাইনাল

বাংলাদেশ-ভারত যুগ্ম চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

নারী ফুটবলে নাটকীয় এক ফাইনাল দেখল দর্শকরা। গতকাল কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে দুই দল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতা। পেনাল্টি শুট-আউটে দুই দল ১১টি করে গোল করে। ১২ নম্বর শট নেওয়ার আগে ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন টসের সিদ্ধান্ত নেন। টসে জিতে যায় ভারত। মুহূর্তেই তারা জয়ের উল্লাসে মেতে ওঠে। বাংলাদেশ এই অদ্ভুত সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। অন্যদিকে ভারতের উল্লাস চলতেই থাকে। একটা সময় নিজের ভুল বুঝতে পেরে টসের সিদ্ধান্ত বাতিল করেন ম্যাচ কমিশনার। টাইব্রেকারের সাডেন-ডেথ পুনরায় শুরুর সিদ্ধান্ত নেন। এবার প্রতিবাদ জানায় ভারত। তারা মাঠ ছেড়ে চলে যায়। ম্যাচ কমিশনার সময় বেঁধে দেন। কিন্তু সেই সময় পাড় হয়ে গেলেও সিদ্ধান্ত দেননি তিনি। অন্যদিকে মাঠেই বসে থেকে সিদ্ধান্তের অপেক্ষা করে বাংলাদেশের মেয়েরা। দীর্ঘ সময় অপেক্ষা করে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন ম্যাচ কমিশনার। ম্যাচের ৮ মিনিটে শিবানী দেবীর গোলে এগিয়ে যায় ভারত। যোগ করা সময়ের শেষদিকে সাগরিকার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এখানেও ছিল নাটকীয়তা। ভারতের ৯ নম্বর শট নিতে আসেন হিনা। তিনি শট নিলে তা রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী ম ল। রেফারি শটটা বাতিল করে দেন। তার অভিযোগ, স্বর্ণা শটের আগেই গোললাইন থেকে বেরিয়ে আসেন। দ্বিতীয়বার শট নিয়ে গোল করেন হিনা। প্রায় পাঁচ ঘন্টার চরম নাটকীয়তার এক ফাইনাল দেখল দর্শকরা।

সর্বশেষ খবর