রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদের

নিজেরাই নিজেদের শত্রু হলে বাইরের শত্রুর দরকার নেই

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব ধরনের কলহ মুছে নতুন করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ নিজেরাই যদি নিজেদের শত্রু হয় তাহলে বাইরের শত্রুর দরকার নেই।

গতকাল গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সবাইকে নেত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করার জন্য শত্রুরা তৎপর। আমাদের ক্ষতি করার জন্য শত্রুদের হাতে হাতিয়ার তুলে দেওয়া যাবে না। তিনি বলেন, আমরা এমন একজন নেত্রী পেয়েছি যিনি সততার জন্য সারা বিশ্বে সমাদৃত। বিশ্বের সবচেয়ে সৎ নেতৃত্বের প্রথম সারিতেই আমাদের নেত্রীর নাম রয়েছে। গত ১৫ বছরে বদলে যাওয়া বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা নির্বাচন করি পাঁচ বছর পর, এক মাস। আর শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন। শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যন্ত কোনো অঞ্চলে গিয়ে ভালো কাউকে পেলে তার নাম ডায়েরিতে লিখে রাখেন। তারপর কোনো নির্বাচনের সময় প্রার্থিতা দেওয়ার প্রয়োজন হলে ডায়েরি থেকে খুঁজে খুঁজে নাম বের করেন, এই হচ্ছেন শেখ হাসিনা।

সর্বশেষ খবর