রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অমিত শাহ

ভারতে নির্বাচনের আগেই চালু হবে নাগরিকত্ব আইন

কলকাতা প্রতিনিধি

আসন্ন লোকসভা নির্বাচনের আগেই ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) নিয়ে বিধি প্রণয়নের বিজ্ঞপ্তি জারি ও এ আইন বলবৎ হবে। বিষয়টি নিশ্চিত করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘এ আইন নাগরিকত্ব প্রদানের জন্য, এটি কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। এর লক্ষ্য হলো নির্যাতিত অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা।’ তিনি শনিবার দিল্লিতে ইটি নাও-গ্লোবাল বিজনেস সামিটে বক্তৃতা করছিলেন। তিনি বলেন, ‘সিএএ দেশের একটি আইন, এনিয়ে অবশ্যই বিজ্ঞপ্তি জারি করা হবে। নির্বাচনের আগেই তা করা হবে। নির্বাচনের আগে নতুন নাগরিকত্ব আইন চালুও হয়ে যাবে এবং এটা নিয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়।’ শাহ বলেন, ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে যারা ইসলাম ধর্ম অনুসরণ করে তাদের উসকানি দেওয়া হচ্ছে। অমিত শাহ বলেন, ‘সিএএ ছিল বিগত কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি। যখন ভারত বিভক্ত হয়েছিল এবং ওই সব দেশে যখন সে দেশের সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছিল, কংগ্রেস সে সময় শরণার্থীদের আশ্বাস দিয়েছিল যে তারা ভারতে স্বাগত এবং তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এখন তারা পিছু হটছে।’ উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর ওই বছরের ডিসেম্বরে ভারতের সংসদে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন। ওই আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকদের (হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এ আইনের বিরোধিতা করে প্রতিবাদে নেমেছে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী দলগুলো। তাদের দাবি ধর্মের ভিত্তিতে এই আইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গত ডিসেম্বরে কলকাতা সফরে এসে অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘দিদিই সিএএ’-এর বিরোধিতা করছেন। তিনি এটা চালু করতে দিচ্ছেন না। তিনি মানুষকে বিভ্রান্ত করছেন। কিন্তু আমরা এই আইনকে কার্যকর করেই ছাড়ব।

সর্বশেষ খবর