মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তিন সংস্করণেই অধিনায়ক শান্ত প্রধান নির্বাচক লিপু

ক্রীড়া প্রতিবেদক

তিন সংস্করণেই অধিনায়ক শান্ত প্রধান নির্বাচক লিপু

সাকিব আল হাসান অধিনায়কত্ব ছেড়ে দেবেন, ক্রিকেটপাড়ায় গুঞ্জনটি ভেসে বেড়াচ্ছিল। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় গুঞ্জনটি বাস্তবতার মুখ দেখেছে। বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব। তার জায়গায় ২০২৪    সালের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাট- তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে বেছে নিয়েছে বিসিবি। আগামী মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট এবং তিনটি করে ওয়ানডে, টি-২০ ম্যাচ সিরিজে অফিশিয়ালি নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। গতকাল বিসিবির সভায় প্রথমবারের মতো ক্রীড়ামন্ত্রী হিসেবে অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। প্রধান নির্বাচক হিসেবে নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর হাতে।

৩১ ডিসেম্বর চুক্তি শেষ হওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও কাজী হাবিবুল বাশার সুমনকে রাখেনি। বাশার সুমনের জায়গায় নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হান্নান সরকারকে। নাজমুলকে তিন ফরম্যাটের অধিনায়ক নিয়োগের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অধিনায়কত্বের সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের সভায় একটু বেশি সময় গিয়েছে। তিন সংস্করণে নাজমুল হোসেন শান্তকে অন্তত এই বছরের জন্য আমরা অধিনায়ক হিসেবে নির্ধারণ করেছি।’ ২৫ টেস্ট, ৪২ ওয়ানডে ও ২৬ টি-২০ খেলা নাজমুল শান্ত এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ১১ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছে। নাজমুল শান্তকে অধিনায়ক মনোনীত করায় কার্যত অধিনায়ক সাকিবের নেতৃত্বের সমাপ্তি হয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে ১২০ ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। বাংলাদেশ জিতেছে ৪৭টি।

সর্বশেষ খবর