মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এই সংসদ তেলেসমাতির

নিজস্ব প্রতিবেদক

এই সংসদ তেলেসমাতির

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যে দেশে মানবাধিকার নেই সে দেশের সরকারের কারা কর্তৃপক্ষের কথা আমরা বিশ্বাস করতে পারি না। কারাগারে আমাদের যে ১৫ নেতা-কর্মীকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে তার হিসাব-নিকাশ এক দিন এ সরকারকে দিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি। ফারুক বলেন, এ সংসদ একটা ‘তেলেসমাতি’ সংসদ। এ সংসদ জনগণের ভোটে হয়নি। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেনি। এ সংসদে নাকি একটা বিরোধী দল আছে, তাও ১১ জনের। সেটাও বানিয়ে দিয়েছেন বর্তমান সরকারপ্রধান। মুরুব্বিরা বলেন, এটা আওয়ামী লীগের ‘বি’ টিম। আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, তাইফুল ইসলাম টিপু, এজমল হোসেন পাইলট প্রমুখ বক্তৃতা করেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর