শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। সর্বস্তরের নেতা-কর্মী তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদের প্রতি অনুরক্ত নেতা-কর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চায়, তারাই আলাদা হয়ে থাকতে পারে। গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় সংসদের সাবেক এ বিরোধীদলীয় নেতা।

রওশন এরশাদ জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে উদ্দেশ করে বলেন, এর আগে যে দুজন পার্টির শীর্ষ পদে ছিলেন, তাদের ব্যর্থতার জন্য পার্টিতে বিপর্যয় নেমে এসেছিল। সেই দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দল থেকে তাদের বাদ দেওয়া হয়নি। তাঁরা সংসদে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করবেন। তাঁরা সেখানে যোগ্যতার প্রমাণ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন রওশন এরশাদ। জাতীয় পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব কাজী মামুনুর রশিদ, রাহগির আল মাহি সাদ এরশাদ, গোলাম সরোয়ার মিলন, শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভরায় প্রমুখ।

সর্বশেষ খবর