শিরোনাম
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনে না আসায় বিএনপিকে খেসারত দিতে হবে : কাদের

ফেনী প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসার জন্য বিএনপিকে অনেক খেসারত দিতে হবে। অচিরেই টের পাবে তারা রাজনীতিতে কতটা সংকুচিত হয়েছে। গতকাল দাগনভূঞা-বসুরহাট সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনকালে দাগনভূঞার জিরো পয়েন্টে স্থানীয় সাংবাদিকদের এ মন্তব্য করেন। তিনি বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উন্মুক্ত করা হয়েছে। দল এবার কাউকে দলীয় মনোনয়ন দেবে না। নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যমে বিজয়ী হয়ে আসতে হবে। এ সময় বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে তিনি (ফখরুল) জনগণের কাছে যাননি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এলে তিনি হাতে একটা লাঠি নিয়ে তাদের কাছে নালিশ করতে গেছেন। নালিশ করা তাদের দলের পুরনো অভ্যাস। ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আগের ডিজাইনটি পরিবর্তন করা দরকার। অচিরেই এই মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন করা হবে। মহাসড়কটি আপাতত ছয় লেনবিশিষ্ট করব। পরবর্তীতে আরও প্রশস্ত করে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে রূপান্তর করার সিদ্ধান্ত নিতে হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক শাহিনা আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

সর্বশেষ খবর