মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনের পর সরকার আরও বেপরোয়া : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ৭ জানুয়ারি সরকার একটি ‘ডামি নির্বাচনের’ আয়োজন করে। এ নির্বাচনের পর সরকার আরও বেশি ক্রুদ্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের লেবাস নিয়ে আরও আগ্রাসি রূপ ধারণ করেছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটের ‘ভারত বর্জন’ কর্মসূচিতে পুলিশের বাধার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটের কোনো রাষ্ট্রবিরোধী কর্মসূচি ছিল না। সভা-সমাবেশ সংবিধানস্বীকৃত। অথচ এ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, যে সমাজে ন্যূনতম গণতন্ত্র আছে, সেখানে ভিন্নমত প্রকাশে বাধা দেওয়া হয় না। আওয়ামী লীগ সরকার ভিন্নমত প্রকাশকারীদের বিরুদ্ধে অসহিষ্ণু হয়ে রাষ্ট্রীয় শক্তি দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করছে।

সর্বশেষ খবর