রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাজধানীর আরও দুই স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আরও দুই স্থানে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। এ ছাড়া পুরান ঢাকার নয়াবাজারে জুতার গুদামে আগুন লাগে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা থাকায় প্রাথমিকভাবেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আগুনের ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গাউসুল আজম সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মো. বদিউজ্জামান বাবুল গণমাধ্যমকে বলেন, মার্কেটের দ্বিতীয় তলার লেজার প্রিন্টিংয়ের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আমাদের মার্কেটে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। অনেক ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। তাৎক্ষণিকভাবে এখানকার ব্যবসায়ীরা সেসব ব্যবহার করে আগুন বাড়তে দেননি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পলাশী ব্যারাকের স্টেশন অফিসার জিসান রহমান বলেন, আমরা এসে দেখি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এরপর যে আগুনটুকু ছিল সেটুকু সতর্কতার সঙ্গে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমরা আগুন নির্বাপণ করতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে গত রাত ১০টা ২৪ মিনিটে নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় জুতার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, নয়াবাজারে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি।

সর্বশেষ খবর