মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মায়ের জামিন চাইতে হাই কোর্টে শিশু নূরী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে নাশকতার মামলায় কারাগারে থাকা হাফসা আক্তারের জামিন চাইতে হাই কোর্টে এসেছিল মায়ের মুক্তির জন্য মানববন্ধন করে আলোচনায় আসা চার বছরের শিশু নূরজাহান নূরী। সঙ্গে ছিলেন তার সাত বছর বয়সী বোন আকলিমাও। গতকাল বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাই কোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। আজ আদালত হাফসা আক্তারের ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত সিসিটিভির ফুটেজ দেখবেন আদালত। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকেও আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। ওই মামলায় গ্রেফতারের পর গত বছরের ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত ২৫ ফেব্রুয়ারি জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি জামিন চেয়ে রবিবার হাই কোর্টে আবেদন করেন। দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দুই শিশুর দাদা আবদুল হাই ভূঁইয়া ২৯ নভেম্বরের মানববন্ধনে অভিযোগ করে বলেছিলেন, তার বড় ছেলে হামিদকে পুলিশ খুঁজছে। তাকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।

 

 

সর্বশেষ খবর