শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

তথ্য প্রাপ্তির আবেদন করতে গিয়ে জেলে সাংবাদিক

তদন্তের নির্দেশ তথ্য কমিশনের

শেরপুর প্রতিনিধি

তথ্য প্রাপ্তির আবেদন করতে গিয়ে জেলে সাংবাদিক

নকলা উপজেলার সাংবাদিক শফিউজ্জামান রানা তথ্য প্রাপ্তির আবেদন করতে গিয়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে গেছেন। অসদাচরণের অভিযোগ তুলে এসিল্যান্ড মো. শিহাবুল আরিফের ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। ঘটনার ব্যাপারে ওই সাংবাদিকের স্ত্রী বন্যা আক্তার গতকাল শেরপুর কারাগারে স্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, জাইকার কয়েকটি প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে সম্প্রতি ইউএনও কার্যালয়ে আবেদন করেছিলেন রানা। এসব প্রকল্পের তথ্য চাওয়ায় রানার ওপর ক্ষুব্ধ হয় উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার রানা তার ছেলে শাহরিয়ার জাহান মাহিনকে (১৫) সঙ্গে নিয়ে এডিপি প্রকল্পের কম্পিউটার ও ল্যাপটপ ক্রয়সংক্রান্ত তথ্য চেয়ে ইউএনও কার্যালয়ে আরেকটি আবেদন জমা দিতে যান। আবেদনটি অফিসের সিএ শীলা ইএনওর লিখিত সম্মতি ছাড়া গ্রহণ করতে অস্বীকৃতি জানান। শীলা রানাকে ইউএনও না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর রানা বিষয়টি জেলা প্রশাসককে মোবাইল ফোনে জানান। এতে ইউএনও রানার প্রতি ক্ষিপ্ত হন। এরই জের ধরে রানার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে সাজা দেওয়া হয়। এ ব্যাপারে নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন, বেশ কিছুদিন ধরে ওই সাংবাদিক তথ্য চাওয়ার নামে সব সরকারি বেসরকারি অফিসের  ক্যাম্পাসে  ঢুকে অসদাচরণ করেন। নারী কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। বাধ্য হয়েই প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ খবর