শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জনগণকে স্বস্তি দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জনগণকে স্বস্তি দিতে হবে

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমরা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত চক্রকে ক্ষমতার বাইরে পাঠিয়েছি। তবে তারা ক্ষমতা দখলের জন্য দরজায় ধাক্কা মারছে। দেশে রাজনৈতিক অনিশ্চয়তা দূর হলেও জনগণের জীবনে স্বস্তি আসেনি। জনগণকে স্বস্তি দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। কোটি কোটি যুবসমাজ হতাশ হয়ে দেশ ছাড়ার স্বপ্ন দেখছে। তাদের দেশের ওপর ভরসা নাই, তারা দেশে তাদের ভবিষ্যৎ দেখছে না। দুর্নীতি, ঘুষ, দলবাজি, ক্ষমতাবাজিতে দেশের যুবসমাজ অপমানিত বোধ করছে।  গতকাল বিকালে রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর জেলা জাসদের সভাপতি প্রয়াত সাখাওয়াত হোসেন রাংগা এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আজিজুর রহমান। বক্তব্য রাখেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ আফজাল, জাসদের উপদেষ্টা ডা. একরামুল হোসেন স্বপন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর জাসদের সভাপতি সহিদুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক কুমারেশ রায় প্রমুখ। সভায় রংপুর বিভাগের আট জেলার জাসদের নেতারা উপস্থিত ছিলেন। হাসানুল হক ইনু বলেন, দেশে বাজার সিন্ডিকেট ও দুর্নীতি-ঘুষের সমস্যা জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। একদিকে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য, অন্যদিকে বিএনপি-জামায়াতের ক্ষমতা দখলের চেষ্টা- এই দুইয়ের মাঝে আমরা পড়ে গেছি।

আমাদের রাজনৈতিক সমস্যা যদি সমাধান করতে হয়, তাহলে জনগণকে স্বস্তি দিতে হবে। জনগণের পেটে জ্বালা থাকলে, বুকে হতাশা থাকলে বিএনপি-জামায়াত চক্র এটিকে পুঁজি করে রাজনীতিতে টিকে থাকবে। তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট, ঘরকাটা ইঁদুরকে সামলাতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, অর্থনৈতিক ভুল শুধরাতে হবে। আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব, তিনি যেভাবে বিএনপি-জামায়াত চক্রকে মোকাবিলা করেছেন, ঠিক সেই দক্ষতা দিয়ে বাজার সিন্ডিকেটের লেজে নয়, মাথায় বাড়ি মারবেন এবং দুর্নীতির তিন মাথাওয়ালা দানবকে থেঁতলে দেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর