শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দলবেঁধে ধর্ষণ মারাই গেল তরুণী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দলবেঁধে ধর্ষণের পর এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ওবায়দুল করিম (৩৩) ও মো. সেলিম (৪৩)। ধর্ষণের শিকার ওই তরুণী থাকতেন হালিশহর ছোটপুল এলাকায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। জানা যায়, ২০ বছর বয়সী ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে নগরের হালিশহর এলাকায় বাসা ভাড়া নিয়ে ধর্ষণ করে প্রেমিক। এরপর ঢাকার যাত্রাবাড়ীতে এক মাসেরও বেশি সময় ধরে পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটে। এতে ওই তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জড়িতরা ফেলে চলে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ১ মার্চ আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। গত ৫ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, হাসপাতাল থেকে তরুণীর লাশ এনে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় দায়ের করা মামলার কারণে গত মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে নগরের পাঁচলাইশ ও পটিয়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মূলহোতা সেলিমও আছেন। তারা দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর