শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিদেশিদের স্বার্থ রক্ষা ছাড়া পথ নেই সরকারের : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতান্ত্রিক বিশ্বে ভারতকে বাদ দেওয়া যায় না, যাদের ৭২ বছরের গণতন্ত্রের প্রচলন আছে। কিন্তু তাদের নিজের দেশে গণতন্ত্র থাকলেও বাংলাদেশে গণতন্ত্র থাকুক তা তারা চায় না। তিনি সরকারের উদ্দেশে বলেন, গালাগালি করে কোনো লাভ নেই। কারণ আপনাদের ক্ষমতায় থাকতে হলে বিদেশিদের স্বার্থ রক্ষার পথ সুগম করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।  গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল। বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মাহমুদুর রহমান সুমন, কাদের গণি চৌধুরী, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, শ্যামল মালুম প্রমুখ।

সর্বশেষ খবর