শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা
চেয়ারম্যান বললেন

গ্রামীণ ব্যাংকের সাত প্রতিষ্ঠানের কারও চাকরি যাবে না

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ ব্যাংকের মালিকানাধীন সাত প্রতিষ্ঠানের কোনো কর্মীর চাকরি যাবে না বলে জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। তিনি বলেছেন, ‘এসব প্রতিষ্ঠানের কোনো কর্মীকে হুট করে বেকার করার চিন্তা আমাদের নেই।’

গতকাল রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, উপব্যবস্থাপনা পরিচালক ছাইদুজ্জামান ভূঞা, পরিচালক মোহাম্মদ জুবায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি নিজেদের অর্থে গড়া গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী ও গ্রামীণ শক্তির নিয়ন্ত্রণ নিয়েছে গ্রামীণ ব্যাংক। এ কে এম সাইফুল মজিদ বলেন, সব প্রতিষ্ঠানই তাদের ব্যাংকের অর্থে গড়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘১১ বছর আগের তুলনায় গ্রামীণ ব্যাংক এখন অনেক ভালো চলছে। আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। আয় ও মুনাফা বেড়েছে। আমাদের কাছে গ্রামীণ ব্যাংকের অর্থ পাচারের আলামত রয়েছে। আমরা সবকিছু গণমাধ্যমের সামনে তুলে ধরতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনে যেতে চাই।’ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘সব প্রতিষ্ঠানই তৈরি করা হয়েছে গ্রামীণ ব্যাংকের টাকায়। এসব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের। সাতটি প্রতিষ্ঠানে আইনমতো চিঠি পাঠানো হয়েছে। এসব প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের আইনি অধিকারগুলো ফিরিয়ে আনা হবে।’

 

 

সর্বশেষ খবর