শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বেইলি রোডে আগুনের মামলা তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতার ইসলাম এ তথ্য জানান। তিনি গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় করা মামলাটি এখন সিআইডি তদন্ত করছে। গত ১ মার্চ রাতে রমনা থানায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলাটি থানা পুলিশ তদন্ত করছিল। তদন্তের শুরুতেই থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন- ভবনের কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

 

 

সর্বশেষ খবর