মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যুবলীগ-আওয়ামী লীগ বুঝি না অপরাধী অপরাধীই

নিজস্ব প্রতিবেদক

যুবলীগ-আওয়ামী লীগ বুঝি না অপরাধী অপরাধীই

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতাকারীদের বিষয়ে সরকারের শক্ত অবস্থান তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারি ছত্রছায়ায় যদি কোনো অপরাধ ও অপকর্ম হয়ে থাকে এবং সরকার যদি কাউকে ছাড় না দেয়, বুঝতে হবে এখানে সরকার শূন্য সহিষ্ণুতা বজায় রেখেছে। অপরাধীকে অপরাধী হিসেবে বিচার করা হবে। আমি যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বুঝি না, অপরাধী অপরাধীই। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠোর। গতকাল দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, শিক্ষা সম্পাদক শামসুন নাহার চাপা, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে সংযম না করে বিএনপি যত কর্মসূচি পালন করবে, ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি বলেন, আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করি। তাদের কথায় রাজনীতি করি না। রাজনৈতিকভাবে পরাজিত, বিপর্যস্ত বিএনপির পায়ের তলার মাটি ক্রমেই সরে যাচ্ছে। দেশের মানুষকে বাদ দিয়ে বিদেশিদের কাছে নালিশ করা এই অসম্মানজনক কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর