মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জাবিতে ধর্ষণকাণ্ডে ছয় শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি বহিরাগত এক নারীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমানসহ ছয়জনকে চিরতরে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুজনের শিক্ষা সনদ বাতিল করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃতদের বাকিরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. মুরাদ ও মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর, একই বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী মো. হাসানুজ্জামান ও ৪৪ ব্যাচের শিক্ষার্থী শাহ পরান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর। এদের মধ্যে মোস্তাফিজ ও মুরাদের শিক্ষা সনদ বাতিল এবং বহিষ্কৃত সবাইকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গত রবিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রক্টর-প্রাধ্যক্ষের অব্যাহতিসহ পাঁচ দাবিতে জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিপীড়কদের সহায়তা করার অভিযোগে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফরম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’র ব্যানারে চলে এ অবরোধ কর্মসূচি। এ সময় নিয়মিত ক্লাস-পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। অবরোধ চলাকালে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষসহ কেউই তাদের কার্যালয়ে প্রবেশ করতে আসেননি।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো- ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করা, নিপীড়নের ঘটনায় বরখাস্তকৃত শিক্ষক মাহমুদুর রহমান জনির বিষয়ে অফিস আদেশ ও প্রজ্ঞাপন জারি, ক্যাম্পাসে মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এদিকে দাবিগুলো বাস্তবায়িত না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিপীড়নবিরোধী মঞ্চের আহ্বায়ক ও দর্শন বিভাগের অধ্যাপক রাইহান রাইন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৭ এপ্রিলের মধ্যে হল থেকে বের করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু হাসান।

সর্বশেষ খবর