বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে খুন বাংলাদেশি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

মেরিল্যান্ড স্টেটের ক্যাপিটল হেইটসে লার্চমোন্ট এভিনিউতে নিজ কনভেনিয়েন্স স্টোরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রিন্স জর্জ কাউন্টি পুলিশ জানায়, গত মঙ্গলবার হানিফ হামলার শিকার হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয় বলে কমিউনিটি সূত্রে সোমবার জানা গেছে।

স্বজনের উদ্ধৃতি দিয়ে প্রিন্স জর্জ কাউন্টি পুলিশ জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারের সন্তান হানিফ ১৯৯৯ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। স্ত্রী এবং তিন সন্তান নিয়ে ভার্জিনিয়ার অ্যানান্ডেলে বসবাস করেন। ফাস্টফুডের দোকান সাবওয়েতে কাজ করতেন। বছর দেড়েক আগে এই কনভেনিয়েন্স স্টোরটি ক্রয় করেন। সেখানেই এক কৃষ্ণাঙ্গ তরুণের ছুরিকাঘাতে মারা গেলেন হানিফ। কমিউনিটি সূত্রে জানা গেছে, দুর্বৃত্তটি স্টোরে ঢুকে সিগারেটসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার সময় হানিফ বাধা দিয়েছিলেন। সে সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করা হয়। গুরুতর আহতাবস্থায় টহল পুলিশ তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করেছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কঠোর পরিশ্রমী মোহাম্মদ হানিফ। স্টোরের সার্ভিলেন্স ভিডিও পরীক্ষার পর পুলিশ দুর্বৃত্তটির ছবি প্রকাশ করেছে। হানিফের কন্যা ফাতেমা রাইসা পিতার ঘাতককে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আমার বাবা ছিলেন হৃদয়বান মানুষ। পরিবারের জন্য কঠোর শ্রম দিয়েছেন। ঘাতককে দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

 

সর্বশেষ খবর