মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা চারজনকে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বাগরী এলাকায় ডাকাত সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন- সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আমান উল্লার ছেলে জাকির হোসেন (৪০), আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সামসুল হকের ছেলে আবদুর রহিম (৪৮), জালাকান্দি গ্রামের আবদুল মজিদের ছেলে নবী হোসেন (৩৫) এবং নিহত আরেকজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। জাঙ্গালিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪৫) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার দিবাগত মধ্যরাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে। রাতে দুজনের এবং গতকাল সকালে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, বাগরি গ্রামের বাগরি বিলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। তাদের গতিবিধি দেখে ডাকাত বলে সন্দেহ করে। পরে স্থানীয় মসজিদের মাইকে ?‘গ্রামে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দিলে গ্রামবাসী বিলের সামনে জড়ো হন। তাদের ধাওয়ায় ওই ব্যক্তিরা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয়রা তাদের মধ্যে পাঁচ জনকে ধরে পিটুনি দিলে তিনজন ঘটনাস্থলে মারা যান। জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, রবিবার দিবাগত রাত ১২টার পর সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের বাগরী গ্রামে হাফপ্যান্ট পরা ৭-৮ জনের মতো লোক ছিল। তাদের এলাকাবাসী দেখে ডাকাত বলে সন্দেহ করে। পরে মাইকিং করে আশপাশের লোকজন তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় আর দুজনকে আহত অবস্থায় পায়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গতকাল সকালে আরও দুজনের লাশ ধান খেতে পাওয়া যায়। স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে বাগরী গ্রামের বিল পাড়ে আট-দশজনকে দেখে স্থানীয় কয়েকজন গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

সর্বশেষ খবর