শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সফরে মুগ্ধ সুইডিশ রাজকন্যা

নিজস্ব প্রতিবেদক

সফরে মুগ্ধ সুইডিশ রাজকন্যা

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া চার দিনের সফর শেষে গতকাল ঢাকা ত্যাগ করেছেন। ঢাকা ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। রাজকন্যা তার সফরে দেশের বিভিন্ন অংশ ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছেন এবং প্রশংসা করেছেন বাংলাদেশের উন্নয়নযাত্রার। সুইডেনের রাজকন্যা ঢাকা, কক্সবাজার, খুলনা এবং নোয়াখালীতে সরকার ও ইউএনডিপির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সফরে ভিক্টোরিয়া সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা, সংগঠন এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন।

সর্বশেষ খবর