শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে

নিজস্ব প্রতিবেদক

সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ। বিবৃতিতে বিএনপি মহাসচিব মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ২২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানানো হয়। তিনি বলেন, গত ২০ মার্চ মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ২২ জন নেতা-কর্মী শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠান। রমজানের প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন চড়ামূল্যে যখন মানুষ চোখে অন্ধকার দেখছে, তখন সরকার বিএনপিসহবিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিত্যনতুন মিথ্যা মামলায় আটকসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠানোর হিড়িক অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর