শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ঈদযাত্রা

অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গতকাল বিষয়টি জানিয়েছেন। এদিকে ঈদে বাড়ি ফেরা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রবিবার থেকে। এ দিন ৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র গতকাল জানায়, শুক্রবার সকাল থেকেই আন্তজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা অনলাইনের মাধ্যমেও অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন। রমেশ চন্দ্র ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিককে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রবিবার। এদিন ৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। শেষ দিনে ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। এ ছাড়া ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। এদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। ফিরতি টিকিট বিক্রি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৯ এপ্রিল ১৯ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি হবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের অনলাইন প্ল্যাটফরম থেকে টিকিট সংগ্রহ করা যাবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট অনলাইনে কিনতে পারবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঢাকা থেকে বহির্গামী মোট ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি করা হবে বলে জানা গেছে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় ঢাকাগামী একতা, দ্রুত যান, পঞ্চগড়, নীল সাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

সর্বশেষ খবর