শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমারে জান্তার অস্তিত্ব হুমকির মুখে : জাতিসংঘ

প্রতিদিন ডেস্ক

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার অস্তিত্ব এখন হুমকির মুখে।

তবে বিশ্বের সমন্বিত নিষেধাজ্ঞার মাধ্যমে এ ‘দুঃস্বপ্নর মতো শাসন’ শেষ হতে পারে। টম অ্যান্ড্রুজ আরও বলেছেন, জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা, দলত্যাগ, আত্মসমর্পণ এবং নিয়োগের চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে সেনা সংখ্যা হ্রাস পাচ্ছে। বিষয়টি মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, জান্তা বাহিনী দেশের সহিংসতা, অস্থিতিশীলতা, অর্থনৈতিক অবনতি এবং অনাচারের প্রধান কারণ। আর্থিক প্রবাহের ওপর বিধিনিষেধ এবং সামরিক ব্যবহারের জন্য সরঞ্জাম বিক্রি বন্ধ জান্তার অভিযানকে ব্যাহত করছে।

এ সময় তিনি সিঙ্গাপুরের কথা উল্লেখ করে বলেন, দেশটি মিয়ানমারের সামরিক জান্তার কাছে সামরিক ব্যবহারের জন্য সরঞ্জাম বিক্রি কমিয়ে দিয়েছে। গত বছর মিয়ানমারে তাদের সরবরাহ দেওয়া অস্ত্রের পরিমাণ শতকরা ৮৩ ভাগ কমেছে। তবে রাশিয়া ও চীনের ক্ষেত্রে এমনটা ঘটেনি। তারা মিয়ানমারের সামরিক জান্তার কাছে অস্ত্র সরবরাহে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে। জাতিসংঘের এই বিশেষ দূত আরও বলেন, জান্তাকে আর্থিকভাবে দমিয়ে রাখতে আরও কিছু করা যেতে পারে। তবে যেভাবে নিষেধাজ্ঞাগুলো প্রয়োগ করা হচ্ছে, তার মৌলিক পরিবর্তন আনা দরকার। আমাদের সমন্বিত ও ফোকাসড উপায়ে এসব নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে।

সর্বশেষ খবর