শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বড় দরপতনে শেয়ারবাজারে কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৭১ পয়েন্টের বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে ৩২১টি কোম্পানি ও প্রতিষ্ঠানেরই শেয়ার দর কমেছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৮টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৪৫ কোটি টাকার শেয়ার। সে হিসেবে সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সেন্ট্রাল ফার্মা। কোম্পানিটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি টাকার শেয়ার লেনদেনে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার ছিল তৃতীয় অবস্থানে। ডিএসইর সূচক পতনের শীর্ষ কোম্পানি ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-বিএটিবিসি। কোম্পানিটির শেয়ার দর কমেছে আজ ১০ টাকা ৬০ পয়সা। অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৬৭টির দর কমেছে। বেড়েছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি টাকার কিছু বেশি।

 

সর্বশেষ খবর