সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

কলকাতা প্রতিনিধি

বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। ৫৪৩ আসনের এ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রচারণায় মাঠে নেমে পড়েছে। ক্ষমতাসীন দল বিজেপির লক্ষ্য গোটা দেশের ৩৭০টি আসনে জয়লাভ করা, পাশাপাশি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মিলে জয়ের লক্ষ্য ৪০০টি আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ৩৫টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে তারা। আর এ নিয়েই বিজেপিকে কটাক্ষ করছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এই দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘আগে তারা ২০০ আসনে জিতে দেখাক, তারপরে সাঁতার কাটার স্বপ্ন দেখুক।’

আসন্ন লোকসভা নির্বাচনের আগে গতকাল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধুবুলিয়ায় প্রথম নির্বাচনি প্রচারণায় এসে বিজেপিকে হারানোর ডাক দিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘বিজেপিকে বাংলা থেকেই শুধু নয় দেশ থেকে দূর করুন। আমাদের পরিষ্কার কথা- বিজেপি বিদায় হবে, তৃণমূল থাকবে। বাংলায় একা চলছি, একা চলব। বাংলা থেকে বিজেপিকে বিদায় দেব।’ মমতা চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘বিধানসভা নির্বাচনে ওরা বলেছিল ২০০ পার করবে, কিন্তু ৭৭-ই থেমে গিয়েছিল। পরে ১৫ জন বিধায়ক তৃণমূলে চলে আসে। এবার বলছে ৪০০ পার। আগে ২০০ পার করুক, তারপরে সাঁতার কাটার কথা ভাবুক।’ মমতা জনতার উদ্দেশে বলেন, ‘আপনাদের স্বার্থেই বাংলায় ৪২ আসনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আবার কংগ্রেসকে ভোট দেওয়া মানেও বিজেপিকে ভোট দেওয়া। বাংলায় ওরা গো হারা হারবে। তাছাড়া ওদেরকে না হারালে রেশনের চাল বন্ধ করে দেবে। আর তৃণমূল কংগ্রেসের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, রেশন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী কোনো কিছুই বন্ধ হবে না।’

কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে জুমলা, দাঙ্গাবাজ, মিথ্যাচার, কুৎসাকারী দল বলে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ‘ওদের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা, মুসলিম-হিন্দুর মধ্যে বিভেদ তৈরি করা।’

সর্বশেষ খবর