শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
লোকসভা নির্বাচন

পাল্টাপাল্টি প্রচার মোদি-মমতার

কলকাতা প্রতিনিধি

পাল্টাপাল্টি প্রচার মোদি-মমতার

ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা জমে উঠেছে। গতকাল বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় নির্বাচনি প্রচারণার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি মানেই দেশের উন্নতি। তাই বিজেপিকে পদ্মফুল মার্কায় ভোট দিতে হবে। মোদিবিরোধী পক্ষগুলোকে উদ্দেশ করে বলেছেন, ‘ইন্ডিয়া জোটের শরিক দল কংগ্রেস, তৃণমূল এবং বামেরা বাংলায় মারামারি করছে অথচ দিল্লিতে এক থালায় খাচ্ছে।’ অপরদিকে এদিনই কোচবিহারে তৃণমূলের একটি নির্বাচনি প্রচারণা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বিষধর সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিজেপিকে নয়। পশ্চিমবঙ্গে যে কোনোভাবেই হোক সিএএ এবং এনআরসি চালু করতে দেওয়া হবে না।’ এ বিষয়ে মোদিও কোচবিহারের প্রচারণায় বলেন, ‘আজ যখন বিজেপি সরকার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এসেছে, তখন ওরা মিথ্যা ও ভয় ছড়াচ্ছে। এতে কান দেওয়া যাবে না।’ তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। মোদি বলেন, ‘বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার লক্ষ্যে কাজ করছে, তখন বিরোধীরা উল্টো পথে হাঁটছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সহজতর করা বা আইনিভাবে দুই দেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা কীভাবে আরও সহজ করা যায়- এ লক্ষ্যে বিজেপি সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিরোধী দল তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেসের ইন্ডিয়া জোট কেবলমাত্র মিথ্যা ও অপপ্রচারের রাজনীতিতেই যুক্ত রয়েছে।’

সর্বশেষ খবর